বিনামূল্যে চিকিৎসাসেবা কেন্দ্র করা হবে

পাহাড়তলীতে সভায় রেজাউল করিম চৌধুরী

‘বিগত নির্বাচনগুলোতে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক গঠিত নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও কেন্দ্রের পোলিং এজেন্টরা সৎ ও ন্যায় নীতির সাথে আওয়ামী লীগের বিরোধী চক্রের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ভোট প্রদানের সময় থেকে ভোট গণনা পর্যন্ত স্ব-স্ব কেন্দ্রে দায়িত্ব পালন করেছে বলে আওয়ামী লীগের প্রার্থীগণ প্রতিটি কেন্দ্রে জয় লাভ করেছিল। ঠিক আগামী সিটি করপোরেশন নির্বাচনেও ওয়ার্ড আওয়ামী লীগ গঠিত নেতৃবৃন্দ এবারও দায়িত্ব পালন করে শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় সু-নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকবে।’
১৩নম্বর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ২০টি কেন্দ্রের আহ্বায়ক সচিব ও যুগ্ম আহ্বায়কদের সাথে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী’র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হয়ে ৪১টি ওয়ার্ডে সিটি করপোরেশন পরিচালিত বিনামূল্যে চিকিৎসাসেবাকেন্দ্র স্থাপন ও নারীদের উন্নয়নে নারী উদ্যোক্তা তৈরি করে সোনার বাংলাকে উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড় করার ব্যবস্থা করব।
৩০ নভেম্বর বাদ আসর বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ মিলনায়তনে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়ছার মালিকের সঞ্চলনায় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কাসেম এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন নাগরিক কমিটির প্রভাবশালী সদস্য ও মেয়র নির্বাচন পরিচালনা কমিটি ১৩নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আহ্বায়ক, নগর পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর হোসেনসহ ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ২০টি কেন্দ্রের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কবৃন্দ। বিজ্ঞপ্তি