বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ‘বোধনের দিন’ সম্প্রচার হবে শনিবার

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের নির্মিত নাটক ‘বোধনের দিন’ নির্মাণকাজ গত মঙ্গলবার সম্পন্ন হয়। আগামী শনিবার রাত সাড়ে আটটায় নাটকটি বিটিভিতে সম্প্রচার হবে।
অরিন্দম মুর্খাজীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অলোক বুমার পিন্টু, শিমলী দাশ, মোজাম্মেল হক, তানজিলা তিন্নী, লালটু, বিবি আয়সাসহ আরো অনেকে।
নাটকটিতে ফুটে উঠেছে দুর্গাপূজোকে কেন্দ্র করে চট্টগ্রামের বনেদি মুখার্জি বাড়ির গল্প। ওই বাড়িতে প্রতি বছরের ন্যায় এ বছরও দুর্গা পুজ হচ্ছে। বাড়ির ছেলে মেয়েরা তাদের পরিবার নিয়ে চলে এসেছে। ব্যাংকের ভল্ট থেকে ঠাকুরের গয়না আনা হয়েছে। বোধনের দিন পড়ানো হবে কড়া পুলিশ পাহারায়। গয়নার মধ্যে আকর্ষণীয় নাকের নথ, পুরোটাই হীরে খচিত। আপাতত সব গয়না আছে বাড়ির সিন্দুকে। সিন্দুকের চাবি বড় গিন্নির কাছে। রাতে বাড়িতে চুরি হয় হীরের নথ। চোরের পেছনে তাড়া করে পড়ে গিয়ে হাত ভাঙে ছোট ভাইয়ের। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিতলী ধরে ফেলে আসল চোরকে। পাওয়া যায় নথ। যাক বোধন হবে ঠিক সময়ে। পূজাও হবে। বিজ্ঞপ্তি