বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি সড়ক থেকে ইয়াবা উদ্ধার

মোটরসাইকেল তল্লাশি করে ৭ হাজার ৭শ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সংবাদদাতা, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-সোনাইছড়ি সড়কে পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সোনাইছড়ির জারুলিয়াছড়ি পুলিশের  অস্থায়ী চেক পোস্টে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।  এ সময় পুলিশের অভিযানে টের পেয়ে ইয়াবা পাচারকারীরা জারুলিয়াছড়ি এলাকায় মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।  ঘটনাস্থল থেকে এইচএ-১১-৮০৩১ নম্বরের একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে  সিটের নিচে লুকিয়ে রাখা ৭ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন আটক ও অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বান্দরবান জেলার  পুলিশ সুপারের নির্দেশনা মতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জারুলিয়া ছড়ি অস্থায়ী চেক পোস্টে যাত্রীবাহী এক মোটরসাইকেল তল্লাশি করে ৭ হাজার ৭শ ইয়াবা উদ্ধার  করা হয়েছে। তল্লাশি করার সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের  বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়া চলছে।