বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে

পাথরঘাটায় শিক্ষা উপমন্ত্রী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া) আসনের অর্ন্তগত ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে এক হাজার নারী পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল শুক্রবার বিকেলে নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেইনের মাঠে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, অনেক কষ্টের মধ্যেও, অনেক ভালো না থাকার মধ্যেও বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। কারণ আমাদের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, যিনি মাতৃরূপে আমাদের সকলকে আগলে রেখেছেন। শেখ হাসিনার নেতৃত্ব যদি অব্যাহত না থাকে, তাহলে আমাদের হয়ত এই ভালো থাকাও হবে না। এটা বলছি, কারণ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। চারদিকে অনেক ষড়যন্ত্র হচ্ছে।

মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, এই ষড়যন্ত্র দেখে জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবিরও ভয়ভীতি দেখাতে মাঠে নেমে গেছে। চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে লাঠিসোঠা নিয়ে মহড়া দিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। চোখের সামনে এই মহড়া প্রমাণ করে, তারা ভয়ঙ্কর কোনো অপকর্মের পরিকল্পনা করছে। আমরা ভয়ভীতির তোয়াক্কা করি না। আমরা ঐক্যবদ্ধ আছি, শক্তিশালী আছি। সুতরাং তারা কিছুই করতে পারবে না। আমাদের এই ষড়যন্ত্র ভেঙ্গে ফেলতে হবে।

ব্যবসায়ী শুকলাল ধরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কাউন্সিলর জহরলাল হাজারী, পুলক খাস্তগীর, আবদুস সালাম মাসুম, রুমকী সেনগুপ্ত, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, ব্যবসায়ী প্রনব ধর এবং যুবনেতা বলরাম চক্রবর্তী। বিজ্ঞপ্তি