বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের এপিএস কারাগারে

মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম  প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার ঘটনায় বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত সহকারী (এপিএস) মুস্তাফিজুর রহমান রাসেল এবং তার সহযোগী এনামুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব   কোতোয়ালি  মোড় থেকে এপিএস মোস্তাফিজসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ

বাঁশখালীর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মানববন্ধনে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাঁশখালীর পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, সংসদ সদস্যের ব্যক্তিগত সচিব মো. তাজুল ইসলাম সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) হিসেবে পরিচিত কে এম মোস্তাফিজুর রহমান রাসেলসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।  এর আগে সোমবার হামলার ঘটনায় নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন বাঁশখালীর প্রয়াত মুক্তিযোদ্ধা আলী আশরাফের ছেলে মো. জহির উদ্দিন বাবর