বরেণ্য ক্রীড়া সংগঠক সেলিম আবেদীন চৌধুরী আর নেই

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক :
চট্টগ্রামের বরেণ্য ক্রীড়া সংগঠক সেলিম আবেদীন চৌধুরী (৬৮) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর এক বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন ((ইন্নালিল্লাহি ………… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ রোববার সকাল ১১টায় এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে প্রথম জানাজা ও বাদ জোহর নামাজ শেষে আবেদীন কলোনি চত্বরে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নিবেদিত এ ক্রীড়া সংগঠক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষে সহ সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু ও কোষাধ্যক্ষ নোমান আল মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি, কাউন্সিলর, সিজেকেএস কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্য গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।