বন্দর চেয়ারম্যানকে বাফার সম্মাননা

করোনার সময় সম্মুখসারিতে থেকে সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডাস অ্যাসোসিয়েশন (বাফা)। গতকাল বৃহস্পতিবার বন্দর ভবনে সাক্ষাত অনুষ্ঠানে এই ক্রেস্ট তুলে দেন বাফার সভাপতি কবির আহমেদ। এ সময় বাফার সভাপতি বলেন, করোনার সময় একদিনের জন্যও বন্দর বন্ধ থাকেনি। বন্দরের কর্মকর্তা কর্মচারীরাসহ সবাই নিরবিচ্ছিন্নভাবে পণ্য আমদানি-রপ্তানিতে সেবা দিয়েছে। এতে পণ্য পরিবহনে যে শঙ্কা ছিল তা কেটে যায়। তিনি বলেন, এখন বন্দরে কনটেইনার বা জাহাজের জট নেই। আমদানি পণ্য যেমন দ্রুত হাতে পাচ্ছেন ব্যবসায়ীরা তেমনি রপ্তানি পণ্যও দ্রুত জাহাজীকরণ সম্ভব হচ্ছে। আগামী দিনেও যাতে পণ্য পরিবহনে সেবার মান অব্যাহত থাকে সেজন্য বন্দর চেয়ারম্যানকে অনুরোধ জানান তিনি।
এ সময় বাফার জ্যেষ্ঠ সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী মিজান, সহ-সভাপতি অমিয় শংকর বর্মন ও পরিচালক খায়রুল আলম সুজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি