বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খবর

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) বিভিন্ন উপজেলা পর্যায়ে শুরু হয়েছে। গত ২৮ মে বিকেলে  বোয়ালখালী গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি।

উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, বোয়ালখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম, বোয়ালখালী পৌরসভা মেয়র আবুল কালাম আবু, পৌরসভা আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান হামিদুল হক মান্নান প্রমুখ।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলার নাইক্ষ্যংছড়ি  ইউনিয়ন ২-০ গোলে বাইশারী  ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে। গত ২৮ মে বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ  সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, ৫টি ইউনিয়ন  এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি’র  সভাপতিত্বে ও  করিম ইকবালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঊপজেলা পরিষদের চেয়ারম্যার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আশারাফুল হক, জেলা পরিষদ সদস্য ক্যনোওয়ান  চাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ, নাইক্ষ্যংছড়ি   প্রেমক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল প্রমুখ।  এদিকে চট্টগ্রাম জেলার বাঁশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টও গত ২৮ মে বিকালে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  টুর্নামেন্টের উদ্বোধন করেন বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সফিউল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালম মিয়াজি,

প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়–য়া, মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা তাসকিয়াা, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু ছালেক, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, চেয়ারম্যান কফিল উদ্দিন, বাঁশখালী  প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস,  উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।  উদ্বোধনী  খেলায় টাইব্রেকারে সরল ইউনিয়ন দলকে পরাজিত করে  বাহারছড়া ইউনিয়ন।

(বাঁশখালী, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি প্রেরিত ও বিজ্ঞপ্তি)