ফ্রান্সে কসাইখানায় ১শ’র বেশি লোক করোনায় আক্রান্ত

সুপ্রভাত ডেস্ক :

ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটিকসাইখানায় করোনাভাইরাস টেস্টে ১শ’র বেশী লোকের করোনা পজেটিভ পাওয়া গেছে। আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার এ কথা জানায়।

কেবল ফ্রান্সেই কসাইখানায় করোনাভাইরাস ছড়িয়েছে তা নয়, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলেও এমন হয়েছে।

কসাইখানাগুলোতে জনঘনত্বের কারণে ভাইরাসের সংক্রমণ ঘটে।

এআরএস আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দ্বিতীয় ধাপের টেস্টে কোট’স দ্য অ্যামুর কসাইখানায় টেস্টে ১০৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এই কসাইখানায় প্রায় ৮১৮ জন কাজ করে।
কর্তৃপক্ষ জানায়, আক্রান্তদের চিকিৎসা চলছে। অন্যদের দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে , টেস্ট করতে এবং মাস্ক পরতে বলা হয়েছে।