ফলের আড়তে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

নগরীর ফলমন্ডিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি না মানায় জেলা প্রশাসনের অভিযান।

ফলমন্ডিতে জেলা প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

নগরীর পুরাতন রেলস্টেশন সংলগ্ন বিভিন্ন ফলের পাইকারী বাজার খ্যাত ফলমন্ডিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, স্বাস্থ্য বিধি। অধিকাংশ আড়তে নেই জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড সানিটাইজার। আড়তের মালিক ও কর্মচারী ব্যবহার করছেন না কোন রকম মাস্ক। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র ধরা পড়ে।

মঙ্গলবার দুপুরের দিকে ফলমন্ডিতে (ফলের পাইকারি বাজার) পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। অভিযানে ৯টি মামলায় ২০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।