ফটিকছড়িতে স্বাস্থ্যকর্মীসহ ৫ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি :

ফটিকছড়ি উপজেলায় আরো ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফটিকছড়ি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩জনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,গত ৪ জুন আক্রান্ত ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। গত ৯ জুন রাতে পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে ৫৪বছর বয়সী একজন পুরুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক, ১৯ থেকে ২১ বছর বয়সী তিনজন মহিলা নাজিরহাট কেয়ার পয়েন্ট হসপিটালে কর্মরত স্বাস্থ্য কর্মী।

এছাড়া বাগানবাজার ইউনিয়নে ৪৬বছর বয়সী একজন পুরুষ এনজিও কর্মকর্তা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.সায়েদুল আরেফিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলিয়াছ চৌধুরী জানান, ফটিকছড়িতে এ পর্যন্ত ৩৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৩৫২ জন রিপোর্ট এসেছে তাদের মধ্যে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ১৮ জন আইসোলেশনে আছেন। অনুপম নামের এক ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন। তাছাড়া মারা গেছে একজন রোগী। বাকিরা সবাই সুস্থ আছে। করোনা রোগীদের মধ্যে একজন চিকিৎসক ও ৮ জন পুলিশ সদস্য রয়েছে