প্রতিবন্ধীদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে হবে

লায়ন্স জেলার ক্লাব সমূহের অনুষ্ঠানে বক্তারা

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স জেলা ৩১৫-বি ৪ অন্তর্ভুক্ত ১০ ক্লাবের যৌথ উদ্যোগে নগরীর রৌফাবাদ অবস্থিত মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানে খাদ্য, কম্বল, ক্রীড়া সামগ্রী ও মাক্স বিতরণ করা হয়। এরিস্টোক্রেট ক্লাবের সভাপতি ও ডিস্ট্রিক কো চেয়ারপার্সন লায়ন মো. আশিকুল আলম আশিক’র সভাপতিত্বে ও প্রোগ্রেসিভ ওয়েস্ট সভাপতি লায়ন প্রফেসর ববি বড়–য়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গর্ভনর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এসকে শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।
এতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর এডভাইসর লায়ন এ কে এম শফিউল্লাহ, লায়ন রোকেয়া হক আরসি, লায়ন সোহেলা রহমান মাহমুদ জেডসি, লায়ন এম এইচ রানা জেডসি, লায়ন নুরুল আলম (সভাপতি সেন্টাল জুবলী), লায়ন কাজী ওমর এলাহী (সভাপতি এভারগ্রিন), লায়ন লোকপ্রিয় বড়–য়া (সভাপতি কর্ণফুলী এলিট), লায়ন মাঈনুদ্দিন জিলাল এমজেএফ (সভাপতি গোল্ডেন সিটি), লায়ন এস কে বড়–য়া (সভাপতি প্রোগ্রেসিভ স্টার), লায়ন নার্গিস আক্তার (সভাপতি রেঁনেসা), লায়ন হাজারা সুলতানা (সভাপতি রজনীগন্ধা), লায়ন মো. আসলাম (সভাপতি শৈবাল) সহ প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধিতা মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ। যে কেউ এর শিকার হতে পারে। সমাজের এ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জীবনমান ফিরিয়ে দেয়ার জন্য প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তাদের প্রতিবন্ধী হিসেবে নয়, দেখতে হবে মানুষ হিসেবে। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। তাদের জন্য আলাদা শিক্ষাপ্রতিষ্ঠান, খেলাধুলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ও কর্মক্ষেত্র তৈরি করতে হবে। যে যেই কাজে পারদর্শী, তাকে সেই কাজে লাগাতে হবে। এ সকল শিশুরা যেন আরও বেশি সুযোগ-সুবিধা পায় সেজন্য লায়ন্সরা সব সময় চেষ্টা চালিয়ে যাবে। বিজ্ঞপ্তি