পেকুয়ায় মা ও শিশুর অপুষ্টি উন্নয়ন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া গ্ধ

পেকুয়ায় কমিউনিটিভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনায় মা ও শিশুর অপুষ্টি উন্নয়ন কর্মসূিচর আলোকে পরিপূরক খাদ্য প্রস্তুতি এবং রান্না প্রদর্শনী কর্মসূচি পালন করা হয়েছে। ২৯ ডিসেম্বর সকাল ১০টায় এসএআরপিভির উদ্যোগে ফাঁশিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন এলাকায়  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মিনুর সভাপতিত্বে এ কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছাবের আহমদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. মজিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, ফাশিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদুল্লাহ, এস এ আর পি ভির আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত, টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, গোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুরর্ হমান। এসময় উপস্থিত ছিলেন এসএআরপিভির প্রোগ্রাম কো অডিনেটর মাহমুদ এমরান, এ সি এফের সিনিয়র প্রজেক্ট অফিসার বাপ্পা কুমার মন্ডল, এসএআরপিভির টেকনিক্যাল কো অর্ডিনেটর অনুপ চন্দ্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সচেতন মহিলারা উপস্থিত ছিলেন।

সভা শেষে অতিথিরা রান্না প্রদর্শনী এবং উপস্থিত শিশুদেরকে পুষ্টিকর খাদ্য বা পরিপূরক খাদ্য বিতরণ করেন। এ সময় বক্তারা বলেন বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করেছে। উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত সোশিয়াল অ্যাসিসট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্ িফিজিক্যালি ভালনারেবল (এস এ আর পি ভি) সহযোগিতায় অ্যাকশন এগেনস্ট হাঙ্গার (এসিএফ) ও বিশ্ব খাদ্য কর্মসূচি  ২০২০ সাল থেকে অপুষ্টিতে আক্রান্ত শিশু এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের অপুষ্টি দূরীকরণে স্বাস্থ্য  সেবা ও সঠিকভাবে শিশুদের যতœ ও পুষ্টিকর রান্না প্রস্তুতির পরামর্শ বিষয়ক সেবা কার্যক্রম পেকুয়া  উপজেলায় চালিয়ে আসছে।