পূর্বা’র বর্ষা উৎসব ‘বসুধা তব শুদ্ধ হোক বরষায়’ অনুষ্ঠিত

ভার্চুয়াল আলোচনায় পূর্বা’র সদস্যরা

শিল্প চর্চা কেন্দ্র ও আত্ম উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র উদ্যোগে বর্ষা ঋতুকে কেন্দ্র করে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও যশোরের এবং ভারতের শিল্পীদের অংশগ্রহণে ভার্চুয়ালি উদ্যাপিত হয় বর্ষা উৎসব ‘বসুধা তব শুদ্ধ হোক বরষায়’। দু’দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
পূর্বা’র উপদেষ্ঠা প্রকৌশলী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় উদ্বোধনী পর্বের কথামালায় অতিথি ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপ পরিচালক সানিয়া রহমান, কবি ও নাট্যজন আসাদুল ইসলাম। উৎসবের দ্বিতীয় দিন পূর্বা’র উপদেষ্টা খন রঞ্জন রায়ের সভাপতিত্বে কথামালা পর্বে অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শংকর সাহা। দু’দিন ব্যাপী বর্ষা উৎসবে অংশগ্রহণ করেন বাংলাদেশ এবং ভারতের মোট ৩৫ জন শিল্পী। বিজ্ঞপ্তি