পূজাম-পে অনুষ্ঠিত সভায় : অশুভের বিনাশ ঘটানোর আহ্বান

চন্দনাইশ : আমাদের চন্দনাইশ প্রতিনিধি জানায়,হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার ৫শতাধিক পরিবারের নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গাছবাড়িয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২৩ অক্টোবর সন্ধ্যায় গাছবাড়িয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ করা হয়।মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার প্রাক্তন সভাপতি অরূপ রতন চক্রবর্ত্তী।গাছবাড়িয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবু আহমদ চৌধুরী জুনু, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার, চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।গাছবাড়িয়া সার্বজনীন হরিমন্দির স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক ভব শংকর ধরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গাছবাড়িয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বিকাশ ধর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি জিতেন কান্তি গুহ, সাধারণ সম্পাদক পরিমল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন পালিত, গাছবাড়িয়া হরি মন্দির স্থায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক মৃদুল ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার প্রাক্তন সভাপতি বিজয় কৃষ্ণ ধর। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি নুরুল আমজাদ চৌধুরী, হাসিমপুর ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক কাজী শিমুল আহমেদ, সায়েদুল কবির চৌধুরী সায়েম, গাছবাড়িয়া সার্বজনীন হরিমন্দির স্থায়ী কমিটির সভাপতি বিধান ধর, প্রাক্তন সভাপতি তপন চক্রবর্তী, বিশ্বজিৎ দাশ, রুবেল দেব, নুপুর দাশ প্রবীর, আরকে দাশ রুবেল, জুয়েল চৌধুরী, রুবেল দত্ত, নোবেল চৌধুরী প্রমূখ।
চকরিয়া:আমাদের চকরিয়া প্রতিনিধি জানায়,শরৎ আসলেই আমাদের মাঝে মায়ের আগমন ঘটে। মা আসেন অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আর্বিভাব ঘটাতে। আমরা যারা সমাজে সুশৃঙ্খলভাবে বসবাস করি সবাই চাই মা অশুভ শক্তিকে পরাভুত করে সমাজে শান্তি ফিরিয়ে নিয়ে আসুক। বাঙালির উৎসব মানেই সম্প্রীতির অপূর্ব বন্ধন। তেমনি দূর্গোৎসবকে ঘিরেও সম্প্রীতির বন্ধন রচিত হয়েছে।
শনিবার সকালে চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরের পূজা মন্ডপ পদির্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌফিকুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, সমাজ থেকে অশুভ শক্তি, অপশক্তি, উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। জীব আত্মার সাথে যদি পরমাত্মার মিলন ঘটাতে পারি তাহলেই মায়ের আগমন সফল হবে। চকরিয়া পৌরসভা হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ কান্তি দাশের সঞ্চালনায় মন্ডপ পরিদর্শন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, করোনাকালীন সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে উপজেলার প্রায় ৪৬টি পূজা মন্ডপে মায়ের আরাধনা হচ্ছে।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যাতে দূর্গোৎসব শেষ করতে পারি সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া উপজেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ, অর্থ-সম্পাদক সুজিত দাশ, চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত দাশ, সহ-সভাপতি রিপন বসাক, ডাবলু দাশ, তনু চৌধুরী, খোকন সুশীলসহ চকরিয়া থানা পুলিশের কর্মকর্তারা।
রাউজান: আমাদের রাউজান প্রতিনিধি জানায়,রাউজানে বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান গত ২৪ অক্টোবর বিকালে পৌর এলাকার পশ্চিম রাউজান জনকল্যণ সমিতি পূজামন্ডপ, রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মন্ডপ ও ঢেউয়াপাড়া জগন্নাথ সেবাশ্রমে উদয়াচল সংসদ আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রশিদুল হক, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, নূরুল ইসলাম শাহাজান, জসিম উদ্দিন, রবিন্দ্র লাল চৌধুরী, তপন দে, যিশু মজুমদার, উজ্জ্বল কান্তি দাশ, দিপলু দে দিপু, সবুজ দে ভানু, অশোক পালিত, টিপু কান্তি দে, ধীলন মুহুরী, আবু ছালেক, ফরহাদ ইসলাম, ছাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, মোহাম্মদ আসিফ, নাছির উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি ঢেউয়াপাড়া জগন্নাথ সেবাশ্রমে উদয়াচল সংসদ আয়োজিত পূজা মন্ডপে পূজার্থীদের মাঝে শাড়ি বিতরণ করেন।