পূজমন্ডপে সভায় বক্তারা : বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধ পরিকর

সীতাকু-ঃ আমাদের সীতাকু- প্রতিনিধি জানায়,সীতাকু-ে দুর্গোৎসব উপলক্ষে ৩’শ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শওকত আলী জাহাঙ্গীর। গত বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এইসব বস্ত্র বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহাজাহান, আবদুল বারেক, আরশেদ মাহমুদ, আবু তাহের, সেফাত উদ্দিন, পেয়ার আহমদ, যুবলীগের ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন টিটু, ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি ইমাম উদ্দিন চৌধুরী, বাঁশবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি পঙ্কজ কুমারনাথ, ইউপি সদস্য দিদারুল আলম, মো.রাশেদ, মো. সেলিম উদ্দিন, শফিউল আলম, কোহিনুর বেগম, সাহাবউদ্দিন, ছাত্রলীগ নেতা মুন্না, তারেক, সজীব, শাখাওয়াত, টিটুপ্রমুখ।
আনোয়ারা:আমাদের আনোয়ারা প্রতিনিধি জানায়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বিভিন্ন পূজা ম-েপ পরির্দশনে গিয়ে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ ও নগদ অর্থ সহয়তা প্রদান করেছেন বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
শনিবার (২৪ অক্টোবর) রাতে বারখাইন ইউনিয়নের বিভিন্ন পুজাম-প পরির্দশনে যান এবং নগদ আর্থিক সহয়তা প্রদান করেন।
তিনি বলেন, আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের নির্দেশে বারখাইন ইউনিয়নের বিভিন্ন পুজাম-পে বস্ত্র বিতরণ ও আর্থিক সহয়তা প্রদান করেছি। তিনি বলেন বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর।দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছাও জানান তিনি। এসময়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ঝিওরী ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক নীকির বশু, আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ, উপজেলা যুবলীগের সদস্য এরশাদ আলী সোহেল, শাখাওয়াত হোসেন শাকিল, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ্ আল নোমান, আরিফ, শাহাবুদ্দিনসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পূজাম-পে আর্থিক সহয়তা দিলেন সাবেক সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর একান্ত সচিব ও ইউসিবিএল ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রণির সচিব দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ। গতকাল রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের বিভিন্ন পূজাম-পে এ আর্থিক সহয়তা প্রদান করা হয়।
এসময়ে উপজেলা আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা খোরশেদুল আলম হিরো, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ ফরহাদ, মান্না দে, জোটন মজুমদার, মোহাম্মদ রনি, উপজেলা ছাত্রলীগ নেতা আসিফ, আসিফ আহমেদ, আলী আজগর, দিদারুল আলম, মহি উদ্দিন, রুবেল, আতিক, সাকিব, মানিক, জামশেদ, রাসেল, নয়ন, জাহেদ, রেজাউল করিম, শফিউল আজম মুবিনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।