পুরুষের পাশাপাশি সকল কাজে নারীদের এগিয়ে আসতে হবে

খান ফাউন্ডেশনের সংলাপ অনুষ্ঠানে মোছলেম উদ্দিন

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, পুরুষের পাশপাশি সকল কর্মকা-ে নারীদের এগিয়ে আসতে হবে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার উত্তরসূরী আজকের নারী সমাজ, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছেন।
গতকাল শুক্রবার বেলা আড়াইটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে খান ফাউন্ডেশন আয়োজিত অপারাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ এর নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্যবৃন্দ ও অপারাজিতার মধ্যে সংলাপ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, নারীর রাজনৈতিক বিভিন্ন কর্মকা-ের ৩৩% উত্থাপিত দাবি মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মাধবী বড়–য়া, জেলা সমাজ সেবা কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ওয়াহীদুল আলম, কোতোয়ালী থানা নির্বাচনী কর্মকর্তা তানজিদা ইয়াসমিন।
অপারাজিতা প্রকল্প কর্মসূচি সমন্বয়কারী ওমর খৈয়াম’র পরিচালনায় অনুষ্ঠিত সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন হাইলধর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য উম্মে সাজিয়া সুলতানা, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য রহিমা আকতার লাকী।শুভেচ্ছা বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী রেহেনা খাতুন ও মনিটরিং সমন্বয়কারী মো. সায়েদুল ইসলাম।
বক্তব্য রাখেন আমুচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরেফা মুজাহিদ, জেলা প্রকল্প অফিসার মো. আকবার হোসেন, বোয়ালখালী উপজেলা সমন্বয়কারী তাপস চন্দ্র বড়–য়া, সীতাকু- সমন্বয়কারী তানজিনা ইয়াসিমিন, মীরসরাই সমন্বয়কারী ফারুক মিয়া ও জিয়াউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি