পানি সম্পদ রক্ষায় প্রয়োজন সমন্বিত পরিকল্পনা

আলোচনা সভা

বিশ্ব পানি দিবস উপলক্ষে চট্টগ্রাম ওয়াসা এবং দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে চট্টগ্রাম ওয়াসার ৫ম তলার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএস কে’ র প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাতের সভাপতিত্বে গতকাল সকাল ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুল ইসলাম, আইইবি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক এস এম শহীদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলী। আলোচনা সভার শুরুতে পানি দিবসের তাৎপর্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আয়শা আকতার। ‘ভ্যালুয়িং ওয়াটার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশ পানি এবং টেকসই উন্নয়ন পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পানি ছাড়া যেমন আমাদের জীবন অচল তেমনি জলবায়ু ও প্রকৃতি যা আমাদের জীবন ও জীবিকার সঙ্গে ঘনিষ্টভাবে জড়িত। তার স্বাভাবিক প্রবাহের জন্যও পানি অপরিহার্য। পানি ব্যবস্থাপনার উপর খাদ্য নিরাপত্তা অনেকাংশ নির্ভর করে। আমাদের কৃষি, বনজসম্পদ, প্রাণী ও মৎস্য সস্পদ উন্নয়নে পানিই প্রধান উপাদান। তাই আমাদের পানি সম্পদ রক্ষার জন্য সমন্বিত পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ করার সাথে সাথে জন সচেতনতা তৈরির জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করত হবে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার ডিএমডি (প্রশাসন) বেগম তাহেরা ফেরদৌস, প্রধান প্রকৌশলী মো. মাকসুদ আলম ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, ডিএসকের প্রজেক্ট অফিসার উজ্জ্বল শিকাদার , প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. গোলাম তৌফিক প্রমুখ। বিজ্ঞপ্তি