পটিয়ায় একদিনে দুই পুলিশসহ ২২ জনের করোনা শনাক্ত

এ পর্যন্ত ২শ জন শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, পটিয়া

একদিনে পটিয়ায় দুই পুলিশ সদস্যসহ ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারীও রয়েছে। এ পর্যন্ত পটিয়া উপজেলার বিভিন্ন এলাকার ২ শ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার রাতে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাবেদ বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ে ৪৮ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে পটিয়া থানার দুইজন পুলিশ সদস্যও রয়েছে।

বর্তমানে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা ও পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন হোম কোয়ারেন্টিনে আছেন। ইউএনও উপমা ইতোমধ্যে নমুনা পরীক্ষাও দিয়েছেন। পটিয়াতে এ পর্যনত্ম মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ৭০ জন করোনা রোগী।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহানা জাহান উপমা জানিয়েছেন, পটিয়াতে ইতোমধ্যে ২শ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার (ইউএনও) গাড়ি চালক ও বাস ভবনের মালির করোনা পজেটিভ রির্পোট এসেছে। যার কারণে তিনি নমুনা পরীক্ষা দিয়েছেন এবং হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে নমুনা পরীক্ষার রির্পোট তিনি এখনো পাননি।