নির্বাচিত পরিষদের প্রথম সভা ২৩ ফেব্রুয়ারি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত পরিষদের প্রথম সভা ২৩ ফেব্রুয়ারি। এদিন সকাল ১১টায় নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলরগণ ছাড়াও নগরীর ১৪ সেবা সংস্থার প্রধানদের উপস্থিত থাকার বিষয়ে চিঠি যাচ্ছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী প্রথম সভার আদেশে স্বাক্ষর করেন।
স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করে মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, ‘মেয়র মহোদয় প্রথম সভার ফাইলে স্বাক্ষর করেছেন। সেই হিসেবে আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হবে।’
এদিকে এই প্রথম সভার তারিখ থেকেই বর্তমান পরিষদের পাঁচ বছরের সময় গণনা করা হয়ে থাকে। এ সভায় প্যানেল মেয়রও নির্বাচিত করা হয়ে থাকে। সভায় কাদের আহ্বান করা হচ্ছে জানতে চাইলে কর্পোরেশন সূত্রে জানা যায়, সিটি কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী, নির্বাচিত কাউন্সিলর ছাড়াও ১৪টি সেবা সংস্থার প্রধানদের উপস্থিত থাকার বিষয়ে একটি আদেশ রয়েছে। সেই অনুযায়ী ১৪ সেবা সংস্থার কাছেও চিঠি যাচ্ছে।