‘নিট শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকতে হবে’

চট্টগ্রামস্থ বিকেএমইএ’র সদস্য কারখানায় কর্মরত মৃত শ্রমিকের ওয়ারিশদের মাঝে বীমার চেক হস্তান্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ নব-নিযুক্ত উপ মহাপরিদর্শকের সাথে বিকেএমইএ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠান গতকাল বিকেএমইএ চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বীমার চেক বিতরণকালে আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত বলেন, নীটওয়্যার খাতের উন্নয়নে মালিক-শ্রমিক-সরকার সকলের প্রত্যক্ষ অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। তিনি এই শিল্পের উত্তোরোত্তর সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, কোন ধরনের সমস্যা হলে তা সমঝোতার মাধ্যমে দ্রুত সমাধান পূর্বক কারখানার সুষ্ঠু কর্মপরিবেশ বজায় থাকুক সেটাই প্রত্যাশা। অনুষ্ঠানে বিকেএমই নেতৃবৃন্দ বলেন, বিকেএমইএ শ্রম বান্ধব সংগঠন হিসেবে সর্বদা শ্রমিকদের কল্যাণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া সোশাল কমপ্লায়েন্স, অগ্নি নিরাপত্তা, পরিবেশ বান্ধব শিল্প ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদনশীলতা এবং বাংলাদেশের অর্থনীতি ও নীট শিল্পের বিকাশে বিকেএমইএ ইতিমধ্যে অনেক উদ্যোগ নিয়েছে।
বিকেএমইএ‘র সিনিয়র যুগ্ম সচিব মো. আলতাফ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিকেএমইএ’র পরিচালক মির্জা মো. আকবর আলী চৌধুরী, আহম্মেদ নূর ফয়সাল, সাবেক পরিচালক শওকত ওসমান, বিকেএমইএ’র সদস্য মো. নবাব আলী, ফজলে করিম লিটন।
চেক গ্রহণকারী সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও মৃত শ্রমিকদের ওয়ারিশগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি