নাজমুলের গোলে চাঁদপুর শেষ চারে বান্দরবান

বিভাগীয় মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট
বান্দরবান-ফেনী সেমিফাইনাল আজ

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক :
এস. আলম গ্রুপ বিভাগীয় মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চাঁদপুর জেলা। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল চট্টগ্রাম ভেন্যুতে কোয়ার্টার ফাইনালে চাঁদপুর শেষ মুহূর্তে নাজমুলের গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে পরাজিত করে। গত ৫ ডিসেম্বর তারা পিছিয়ে থেকে শেষ সময়ে ড্র করে পরে টাইব্রেকারে ৫-৪ গোলে নোয়াখালী জেলাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে। এদিকে সেমিফাইনাল ও ফাইনাল খেলার সময়ে পরিবর্তন আনা হয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল বিকেল ৫টায় শুরু হবে এবং প্রতি অর্ধে ৪০ মিনিটের পরিবর্তে ৪৫ মিনিট করে খেলা হবে বলে টুর্নামেন্ট কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ (৮ ডিসেম্বর) প্রথম সেমিফাইনালে বান্দরবান ও ফেনী জেলা এবং কাল (৯ ডিসেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে কক্সবাজার ও চাঁদপুর জেলা প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলার নির্ধারিত সময়ে ড্র হলে সরাসরি টাইব্রেকারে ফলাফল নির্ধারণ হবে। ফাইনাল হবে ১১ ডিসেম্বর।
প্রথম খেলার ধারাবাহিকতা বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিরুদ্ধেও ভালো খেলে জয় পেয়েছে ইলিশের জেলা চাঁদপুর। এরমধ্যে প্রধমার্ধেই তারা লিড নিতে পারতো। ১০ মিনিটে ডি-বক্সে একবারে ফাঁকায় পেয়েও প্রতিশ্রুতিবান ফরোয়ার্ড রুবেল বাইরে শট করেন। আরেকবার একই অবস্থায় ডিফেন্ডার ইয়াকুব কিপারের হাতে বল তুলে দিয়ে সহজ সুযোগ নষ্ট করেন। তবে দ্বিতীয়ার্ধে ব্রাহ্মণবাড়িয়া নিজেদের গুছিয়ে নিয়ে কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হয়। ১৪ মিনিটে বদলি সালমান বক্সে ফাঁকায় থেকেও কিপারের হাতে বল তুলে দেন। এ অবস্থায় আক্রমণ পাল্টা আক্রমণে খেলা শেষের দিকে গড়াতে থাকে। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে চাঁদপুরের ত্রানকর্তা বনে যান নাজমুল। ডানপ্রান্ত থেকে বদলি শাহ আলমের ফ্রি-কিক প্রতিপক্ষ কিপার পলাশ ফিষ্ট করলে বল সামনে পেয়ে নাজমুল ফাঁকা জালে প্লেস করতে ভুল করেননি (১-০)। ম্যাচসেরা নাজমুলের হাতে ক্রেস্ট তুলে দেন ব্রাহ্মনবাড়িয়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. ইউসুফ কবির ফারুক। খেলা পরিচালনা করেন শিমুল বড়–য়া। সহকারী ছিলেন মো. হারুন ও ফরহাদ হোসেন।