নাগরিক সেবায় কর্পোরেশনের চালকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

মতবিনিময়কালে মেয়র প্রার্থী রেজাউল করিম

নাগরিক সেবায় কর্পোরেশনের চালকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন চসিক মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
গতকাল বিকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তার বহরদারহাট নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখতে গিয়ে রেজাউল করিম চৌধুরী আরো বলেন, সিটি কর্পোরেশনের সার্বিক কর্মকা-ের সাথে চালকদের সম্পৃক্ততা রয়েছে। পরিচ্ছন্নতা, আলোক ব্যবস্থাপনা, উন্নয়ন কর্মকা-সহ সংশ্লিষ্ট কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মীদের পরিবহনসহ প্রায় সব কাজের সফলতার অনেকটা চালকদের উপর নির্ভর করে। চালকদের স্বচ্ছলতা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ যেমন কর্পোরেশনের দায়িত্ব তেমনি চালকরাও একাগ্রতা, নিষ্ঠতা, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে কর্পোরেশনের সেবার মান উন্নয়নে অনন্য ভূমিকা রাখতে পারে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কে বি এম শাহাজাহান, ইঞ্জিনিয়ার মো. শহিদুল আলম আকবর আলী আকাশ। এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালক ঐক্য পরিষদের সভাপতি মো. সালাউদ্দিন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আজিম হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ-অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা মো. হানিফ, সদস্য মো. শহিদুল ইসলাম, সদস্য সাহেদ আহমদ, সদস্য খোকন বনিক, সদস্য মো. ইউসুপ প্রমুখ। বিজ্ঞপ্তি