নগরে করোনা উপসর্গে পাঁচ ঘণ্টায় দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা উপসর্গে সকাল ৬টা থেকে সকাল ১১টা‌ পর্যন্ত পাঁচ ঘণ্টায় দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন বিভাগের সমন্বয়ক ডা. আব্দুর রব।
তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একজন সকাল ছয়টায় মারা গেছেন। তার নাম করিম উল্ল্যাহ (৫৩)। তিনি গতকাল কোন উপসর্গ  না নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আমরা তাকে আইসিইউতে নিয়ে আসি। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবং অন্যজন মারা গেছেন সকাল ১১টায়। তার নাম এডভোকেট কবির চৌধুরী (৮৪)। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ৩০ মে তিনি করোনা উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাকেও চিকিৎসার জন্য আইসিইউ ইউনিটে নিয়ে আসা হয়। ওখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল (সোমবার) চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৯৩ জন। তারমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২৪ জন। আর আজকের একজন কোভিড পজেটিভ রোগীসহ মারা গেছেন ৭৬ জন।