ধোনিকে ছাড়িয়ে গেলেন স্টার্কের স্ত্রী হিলি

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নারী-পুরুষ সব মিলিয়েই এতদিন সর্বাধিক ডিসমিসালের মালিক ছিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তবে তার এই রেকর্ড ভেঙ্গে দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি। বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডিসমিসালের মালিক তিনি।
অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালিসা হিলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুটি স্ট্যাম্পিং করেন তিনি। এর মাধ্যমেই তৈরি করেন নতুন রেকর্ড। এটি ছিল তার ৯২তম ডিসমিসাল। ৯৯ ম্যাচে এই কীর্তি গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যাচ ও স্টাম্পিং মিলিয়ে ৯১টি ডিসমিসাল করেছেন ধোনি। এর মাঝে তিনি ক্যাচ ধরেছেন ৫৭টি, স্ট্যাম্পড আউট করেছেন ৩৪টি। অন্যদিকে উইকেটকিপার হিসেবে ৪২টি ক্যাচ ধরার পাশাপাশি ৫০টি স্টাম্পড আউট করেছেন হিলি। ফলে পুরুষ ও নারীদের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডটি এখন হিলির ঝুলিতে। খবর : ডেইলিবাংলাদেশ’র।