ধর্ম প্রতিমন্ত্রীর সাথে মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডারের মতবিনিময়

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সাথে গতকাল শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। শুরুতে প্রতিমন্ত্রীর হাতে মহান মুক্তিযুদ্ধের বই তুলে দেয়া হয়।
সরকারের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি বছর প্রত্যেক জেলা থেকে কমপক্ষে দু’জন বীর মুক্তিযোদ্ধাকে বিনা খরচে হজ্বে প্রেরণের জন্য কমান্ডার মোজাফফর আহমদ প্রতিমন্ত্রীকে অনুরোধ জানালে তিনি এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম পিএইচডি, অতিরিক্ত সচিব মো. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফারুক আহম্মেদ (যুগ্ম সচিব), মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ কে এম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান, আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, ওয়াকফ্ মোতোয়াল্লী মোহাম্মদ ফজল হক, বীর মুক্তিযোদ্ধার সন্তান সুরজিৎ দত্ত সৈকত প্রমুখ। বিজ্ঞপ্তি