‘দেশের কল্যাণে সবাইকে অবদান রাখতে হবে’

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচিতে বৃক্ষরোপন করছেন কেন্দ্রের নির্বাহী সদস্য ও কাউন্সিল সদস্যবৃন্দ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই লক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর নির্বাহী কমিটির ৭০০তম সভায় বৃক্ষরোপন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এরই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রে’র উদ্যোগে সোমবার সকাল ১১টায় কেন্দ্রের চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, বর্তমান দুর্যোগকালীন সময়ে জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে রক্ষা করার জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন সেই লক্ষে দেশের কল্যাণে সবাইকে অবদান রাখতে হবে।
তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন।
এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রের কাউন্সিল সদস্য প্রকৌশলী এস.এম. শহীদুল আলম। বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী অশোক কুমার চৌধুরী, প্রকৌশলী যথাক্রমে কেনোয়ার হোসেন, সৈকত কান্তি দে, মো. মাঈন উদ্দীন জুয়েল, সৈয়দ ইকবাল পারভেজ, তৌহিদুল ইসলাম, পিংকি দত্ত, মো. শহীদ উল্লাহ ও প্রকৌশলী রেজাউন্নবীসহ সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি