‘দুসরা’ নামের উৎপত্তি রহস্য ফাঁস করলেন সাকলিন

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
দুসরা আবিষ্কার করেছিলেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার সাকলিন মুস্তাক। সেই সময়ে বিশ্বের নামী সব ব্যাটসম্যানরা দুসরা সামলাতে বেগ পেয়েছিলেন। এই দুসরা নামটা এল কী ভাবে? কে দিয়েছিলেন দুসরা নাম? প্রাক্তন পাক স্পিনার তার ইউটিউব চ্যানেলে ‘দুসরা’র নামকরণের রহস্য ফাঁস করেছেন। সাকলিন জানিয়েছেন, প্রাক্তন পাক উইকেট কিপার মইন খান নাম দিয়েছিলেন ‘দুসরা’।
উইকেটের পিছনে দাঁড়িয়ে মইন প্রাক্তন পাক অফ স্পিনারকে বলে দিতেন, কখন ‘দুসরা’ করতে হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে খেলার সময়ে মইন উইকেটের পিছন থেকে সাকলিনকে ‘দুসরা’ দেওয়ার পরামর্শ দিতেন। সাকলিনও সেই মতো ‘দুসরা’ দিতেন।
প্রাক্তন অফ স্পিনার বলছেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে খেলার সময়ে মইন খান দুসরা দেওয়ার কথা বললেও, ভারত বা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দুসরা দেওয়ার কথা বলত না। কারণ ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা দুসরা শব্দটার সঙ্গে পরিচিত ছিল।’ পরবর্তীকালে বিশ্বের অন্যান্য অফ স্পিনাররাও দুসরা প্রয়োগ করেন।
খবর : আনন্দবাজার’র।