‘দুর্নীতির কারণে সবকিছুর দাম বেড়েছে’

পূর্ব ষোলশহরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘দুর্নীতি আর দুঃশাসনের মধ্য দিয়ে দেশ চলছে। দেশের মানুষ আজ অসহায়। সবক্ষেত্রে চলছে লুটপাট আর লুটপাট। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যসহ আজ সব কিছুর দামই ঊর্ধ্বমুখী। ঘুষ বাণিজ্য ও দুর্নীতির কারণে আজ সবকিছুর দাম বেড়েছে’।
তিনি গতকাল নগরীর ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএন‌পির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, ‘দেশের কোনো মানুষ আজ ভাল নেই। দুর্নীতি দু:শাসনের রাজত্বে আমরা বসবাস করছি। মামলা-হামলা নির্যাতনে আজ সাধারণ মানুষ অতিষ্ঠ’। বিশেষ অতিথির বক্তব্যে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, ‘মানুষের বাক স্বাধীনতা বলতে কিছু নেই। এই এলাকার বিএনপির নেতাকর্মীরা ‘মিথ্যা মামলায়’ জর্জরিত। তারপরও কোনো নেতাকর্মী সাহস হারায়নি। তারা আন্দোলন-সংগ্রামে আছে এবং আগামী নির্বাচনে জীবন বাজি রেখে রাজপথে থাকবে। মো. হাসান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহবুবুল আলম, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, এম এ হাশেম রাজু, মঞ্জুরুল আলম মঞ্জু, কামরুল ইসলাম, এস এম জাহাঙ্গীর আলম, মুহাম্মদ বকতিয়ার, আব্দুল আজিজ, এস এম নুরুল আলম, হাজী ইলিয়াস সেকু, শওকত আলী, আব্দুল মতিন, হাজী আবুল বাশার, ম হামিদ, হাজী নাসির উদ্দিন, গুলজার হোসেন, সিরাজুল ইসলাম, হাজী আইয়ুব আলী প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি