দলের মধ্যে ভাইরাস ঢুকে পড়েছে

মিরসরাইয়ে যুবলীগের সম্মেলনে মাহবুবুর রহমান রুহেল

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই :
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল বলেছেন. করোনা ভাইরাসের মতো ভাইরাস আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে ঢুকে পড়েছে। এ ভাইরাস দূর করতে যুবলীগকে এন্টিবডি হিসেবে কাজ করতে হবে। অনেকে যুবলীগে এসে খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। এর দায় দল নিতে পারে না।
তিনি শনিবার সকালে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মান্না, মাহফুজুল আলম, নুরুল আবছার সেলিম, কামরুল হায়দার চৌধুরীর সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম।
মাহবুবুর রহমান রুহেল আরো বলেন, আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মিরসরাই মাটি ও মানুষের জন্য সারা জীবন ব্যয় করেছেন। কিন্তু ওয়ান ইলেভেনের সময় মিরসরাইয়ের কিছু বেইমান তাকে নিয়েও ষড়যন্ত করেছে। আমাদের সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। এত উন্নয়ন করার পরও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের সকল প্রকার ষড়যন্ত্র রুখতে যুবলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা এসএম রাশেদুল আলম বলেন, এখন গাছের পাতাও আওয়ামী লীগ হয়ে গেছে। আওয়ামী লীগ বাঁচলে দেশ বাঁচবে। এসময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের তালিকা যাচাই বাছাইয়ের পর কেন্দ্রে পাঠানো হবে বলে সম্মেলনে জানানো হয়।