দলিল লেখকরা রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

সভায় বক্তারা

চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা কোর্ট রোডস্থ সমিতির ১ নম্বর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. নুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী।
এতে অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সমিতির অর্থ সম্পাদক মনিরুল ইসলাম।
বার্ষিক সাধারণ সভায় অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আবুল কাশেম আজাদ, কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ মো. আবু তালেব, সমিতির সাধারণ সম্পাদক এম.মোক্তার আহাম্মদ, সাবেক উপদেষ্টা মো. ইউনুছ, সাবেক সভাপতি এম.সামশুল আলম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আহম্মদ আবদুল কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম, সদস্য রনজিত দাশ ও মানিক লাল বিশ্বাস। বক্তব্য রাখেন চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ আইয়ুব, সহ সভাপতি এম. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. আকবর আলী, সহ সাধারণ সম্পাদক মো. এরশাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম.এ. নেওয়াজ, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক দীপাংকর আচার্য্য, সমাজকল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম শহীদ, সমিতির সদস্য মো. হাসান, মো. আলমগীর হোছাইন, মো. মঈনুদ্দিন খান, এস.এম হারুন, মো. সেলিম উদ্দিন, অমল কান্তি দাশ ও আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী পরিষদ সদস্য মো. কামরুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল, মো. আকবর, সুমন মজুমদার, কাজী মো. রোকনুজ্জামান, সিরাজুল ইসলাম হৃদয়, মো. জয়নাল আবেদীন হিরু, এম.বখতেয়ার আহমেদ, মো. আবু আলমগীর, মো. দিদারুল আলম, মো. জয়নাল আবেদীন।
তিনি বলেন দলিল লেখকরা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। একটি স্বার্থন্বেষী মহলের অপতৎপরতার কারণে দলিল লেখকরা আজ পেশাচ্যুতির হুমকির মুখে। বক্তারা বলেন, দলিল লেখকরা সরকারি রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিজ্ঞপ্তি