দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় দফা সংক্রমণ : নতুন করে ৪৬ জন করোনায় আক্রান্ত

সুপ্রভাত ডেস্ক :

দক্ষিণ কোরিয়ায় মঙ্গলবার নতুন করে ৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ ঘোষণা করেছে তারা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ের লড়াই চালিয়ে যাচ্ছে,যা কয়েক সপ্তাহ ধরে চলছে।
চীনের পর দক্ষিণ কোরিয়াতেই করোনা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল। কিন্তু ব্যাপকভাবে পরীক্ষা, ট্রেসিং ও চিকিৎসার মাধ্যমে তারা খুব দ্রুতই তা নিয়ন্ত্রণে আনে। এর পর থেকে দেশটি স্বাভাবিকের দিকে ফিরতে শুরু করে।
কিন্তু গত মাসে দেশটিতে নতুন করে সংক্রমণ শুরু হয়। একদিনেই ৩৫ থেকে সংক্রমণের সংখ্যা ৫০ এ দাঁড়ায়। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক জুং ইয়ন কেওং বলেন, আমাদের ধারণা এখন সংক্রমণের দ্বিতীয় পর্যায় চলছে। মে’র ছুটির পর থেকেই এটি শুরু হয়েছে।
এ কারণে মে মাসের শেষ দিকে কর্মকর্তারা সামাজিক দূরত্বের পদক্ষেপ পুনরায় নিতে শুরু করে।
এদিকে নতুন ৪৬ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮৪ জনে।
দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন মঙ্গলবার বলেছেন, ভাইরাসটি এখনও নিয়ন্ত্রণ সম্ভব বলে তিনি মনে করে