তৃণমূলে দলের কার্যক্রম জোরদার করতে হবে

কোনাখালী ইউনিয়ন কৃষকলীগের কাউন্সিলে এমপি জাফর

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া :

মাতামুহুরী সাংগঠনিক উপজেলার অধীন কোনাখালী ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন ও কাউন্সিল গত বৃহস্পতিবার স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। সম্মেলন উদ্বোধন করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কৃষকলীগের সভাপতি হাসান আলী। আলহাজ ফরিদুল আলমের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফজলুল কাদেরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাংগীর আলম, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, কক্সবাজার জেলা কৃষকলীগের সহ-সভাপতি আমিনুল হক চৌধুরী, সাহারবিলের চেয়ারম্যান মহসিন বাবুল, কক্সবাজার জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক সনজিত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোর্শেদ, বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম, কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল হক সিকদার, সাধারণ সম্পাদক সামসুল আলম, অধ্যাপক মনজুর আলম, চকরিয়া উপজেলা কৃষকলীগের আমির হোসেন আমু, কুতুব উদ্দিন বাবুল, ইখতেয়ার উদ্দিন বকুল, পুর্ববড় ভেওলা ইউনিয়ন কৃষকলীগের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ ছাড়াও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধিতসভা শেষে প্রধান অতিথি এমপি জাফর আলম, প্রধান বক্তা জেলা কমিটির সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীসহ উপস্থিত অতিথিবৃন্দ সকলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন কৃষকলীগের দুই সদস্যের কমিটি ঘোষনা করেন। এতে ফরিদ আলমকে সভাপতি, মোক্তার আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।সম্মেলনে প্রধান অতিথি এমপি জাফর আলম বলেন, তৃণমুল জনপদে দলের জনপ্রিয়তা অব্যাহত রাখার মাধ্যমে আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় নিশ্চিতে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে হবে। এখন দলের নেতাকর্মীদের মধ্যে কোন বিভেদ নেই। তারপরও সবাইকে ভেদাভেদ পরিহার করে দলের জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে।