তথ্য প্রযুক্তির এই যুগে নারীরা সাফল্যের শীর্ষে

আলোচনা সভা

বেসরকারি এনজিও সংস্থা ইউএনডিপি এবং ব্র্যাকের ওয়ার্ড পর্যায়ে কাস্টার কমিটির প্রতিনিধিদের এক আলোচনা সভায় মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, সমাজ বহুদূর এগিয়েছে। নারীরা এখন আর পশ্চাদপদ অবস্থানে নেই। তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের এই আধুনিক যুগে নারীরা সাফল্যের শীর্ষে অবস্থান করবে। শিক্ষা-উদ্যোক্তা-নানা পেশায় নারীরা আজ সবচেয়ে সফল। মেয়র নির্বাচিত হলে নারী শিক্ষা-স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেওয়া হবে।
বাঙালি নারী সংগঠনের উদ্যোগে নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে ভবিষৎ করনীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর লেডিস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কান্তা ইসলাম মিনু।
শিল্পী বসাক এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ফরিদ মাহমুদ, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ, যুগ্ম সম্পাদক মালেকা চৌধুরী।
বক্তব্য রাখেন রহিমা বেগম, জোহরা বেগম, তারু আমেনা বেগম, গীতা দাশ, লাকি আকতার প্রমুখ। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, আশরাফুল গনি চৌধুরী, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, সজল মিয়া, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ নুরুন্নবী শাহেদ। বিজ্ঞপ্তি