তথ্য অধিকার আইনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন হয়েছে

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনায় বক্তারা

খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিবেদক জানায়,খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেছেন, সরকারি ওয়েব পোর্টাল হালনাগাদ করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, তথ্য অধিকার আইন দেশের জন্য একটি যুগান্তকারী আইন। এই আইনের মাধ্যমে জনগণকে ক্ষমতায়ন করা হয়েছে। কিন্তু এ আইন সম্পর্কে এখনো সচেতনতার অভাবে জনগণ এ আইনের সুফল পাচ্ছে না। অনেকেই এখনো জানে না, সরকারি দপ্তর থেকে কোন ধরণের তথ্য চাওয়া যাবে এবং কোন ধরণের তথ্য চাওয়া যাবে না। তিনি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসন কতৃর্ক আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে সনাক-টিআইবি খাগড়াছড়ি কতৃর্ক পরিচালিত জেলার সরকারি ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার মো. জসিম উদ্দিন।ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ৭৩টি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল এর তথ্য যাচাই করে ৯টি প্রতিষ্ঠানের কোন ওয়েব পোর্টাল পাওয়া যায়নি এবং এ প্রতিষ্ঠানগুলো জেলা ওয়েব পোর্টালের সাথেও যুক্ত নেই। বাকী ৬৪টি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল পাওয়া গেছে এবং এগুলোর মধ্যে ৬০টি সরকারি প্রতিষ্ঠান জেলা ওয়েব পোর্টালের সাথে যুক্ত রয়েছে। পর্যবেক্ষণে দেখা যায়, নোটিশ বোর্ড, খবর, অফিস প্রধানের তথ্য, কর্মকর্তা/কর্মচারীর তথ্য, সেবাসমূহের তথ্য, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিও) সংক্রান্ত তথ্য ও যোগাযোগ-এর ৭টি বিষয়ের আলোকে ৬৪টি ওয়েব পোর্টাল যাচাই করে ২টি ওয়েব পোর্টালে শতভাগ তথ্য পাওয়া গেলেও ১৪টি ওয়েব পোর্টালে উল্লিখিত বিষয় সমূহে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি অর্থাৎ হালনাগাদের হার ০%। আবার অধিকাংশ ক্ষেত্রে আংশিক তথ্য পাওয়া গিয়েছে, যেমন: কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীর পদবী আছে কিন্তু মোবাইল, ই- মেইল নেই।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা তথ্য কর্মকর্তা বাপ্পি চক্রবর্ত্তী, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা।

রাউজান : আমাদের রাউজান প্রতিনিধি জানায়, রাউজানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে রাউজান উপজেলা পরিষদ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল। আলোচনা সভায় তথ্য অধিকার আইন নিয়ে বক্তব্য রাখেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্লাহ আল মাহমুদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরী, মুক্তিযোদ্বা চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসাইন, তথ্য কর্মকর্তা সুর্বণা সুমাইয়া, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম প্রমুখ ।

চন্দনাইশ : আমাদের চন্দনাইশ প্রতিনিধি জানায়, তথ্য অধিকার, সংকটে হাতিয়ার, সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে এই শ্লোগানে চন্দনাইশের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৮সেপ্টেম্বর) বেলা ১২টার সময় চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা, সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, ওসি (তদন্ত) মো. মজনু মিয়া প্রমুখ।

নাইক্ষ্যংছড়ি : আমাদের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জানায়, বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ প্রতিপাদ্য স্লোগানের মধ্যদিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আশারাফুল হক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: ইমরান,থানার নবাগত ওসি (তদন্ত) মো: বেলাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়াসহ সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ।

ফটিকছড়ি : আমাদের ফটিকছড়ি প্রতিনিধি জানায়,সংকটকালে তথ্য পেলে, জনগনের মুক্তি মেলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফটিকছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদের জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।গত ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ, উপজেলা প্রকৌশলী এসএম হেদায়েত মীর মোরশেদ, আক্কাস আলী, মোহাম্মদ জয়নাল আবদীন প্রমুখ। এতে প্রধান অতিথি হোসাইন মো. আবু তৈয়ব বলেন,তথ্য প্রাপ্তি ও জানা মানুষের গণতান্ত্রিক অধিকার। তথ্য মানুষকে সচেতন করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।