ঢাকায় নৌবাহিনীর অবসরপ্রাপ্তদের মিলনমেলা

বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার একটি হোটেলে এ আয়োজন করে ‘আমরা অবসরপ্রাপ্ত নাবিক’; এটি অবসরপ্রাপ্ত নৌ সদস্যদের সেবামূলক সংগঠন। এবারের মিলনমেলায় সংগঠনের প্রায় ছয় শতাধিক সদস্য অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে ‘অপারেশন জ্যাকপট’-এর নেতৃত্বদানকারী বীর মুক্তিযোদ্ধা কমডোর (অব.) আব্দুল ওয়াহেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়াবলী ইউনিটের সচিব ও আন্তর্জাতিক সিবেড অথরিটির কাউন্সিলর রিয়ার এ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম ও পিএইচপি পরিবারের ভাইস চেয়ারম্যান, দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল জেনারেল মোহাম্মদ মহসীন।
‘আমরা অবসরপ্রাপ্ত নাবিক’- নামের এই সংগঠনটি নৌবাহিনীর অবসরপ্রাপ্তদের মধ্যে বন্ধুত্বের বন্ধন গড়ার পাশাপাশি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন এবং দূর্যোগ ব্যবস্থাপনায় অংশগ্রহণসহ উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে ভূমিকা রাখছে।
বর্তমানে সারাদেশে ১১টি জোন কমিটির মাধ্যমে বিভিন্ন প্রকারের সমাজসেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছে সংগঠনটি। বিজ্ঞপ্তি