ড. অনুপম সেনের সঙ্গে ইউজিসি সদস্যদের সাক্ষাৎ

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-র নবনিযুক্ত পূর্ণকালীন সদস্য ড. মো. আবু তাহের।
সোমবার বেলা ১১টায় তিনি প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সৌজন্য সাক্ষাৎ করেন।
উপাচার্য ড. মো. আবু তাহেরকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) র পূর্ণকালীন সদস্য হওয়ায় পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন।
এসময় উপাচার্য ড. অনুপম সেন বলেন, ড. মো. আবু তাহের চট্টগ্রামের সন্তান। তিনি দীর্ঘকাল ধরে অধ্যাপনাও করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সুতরাং তার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-র পূর্ণকালীন সদস্য মনোনীত-হওয়া চট্টগ্রামের জন্য গর্বের ব্যাপার।
ড. মো. আবু তাহের প্রিমিয়ার ইউনিভার্সিটিকে ইউজিসির পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি