টেস্টে দিনে ৯৮ ওভারের পরিকল্পনা

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
সাউদাম্পটনে পাকিস্তান-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট বৃষ্টিতে প্রায় পুরোটাই ভেস্তে যাওয়ার পরে প্রশ্নের মুখে পড়েছে টেস্ট শুরুর সময়। বলা হতে থাকে, কেন টেস্ট ম্যাচের সময় নিয়ে নমনীয়তা দেখাবে না আইসিসি? যেখানে বৃষ্টির পূর্বাভাস থাকছে? ইংল্যান্ড শিবির থেকেই মূলত এই দাবি তোলা হয়েছিল। যা মেনে নিল আইসিসি।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম দিনের খেলার শেষে আম্পায়ার, ম্যাচ রেফারি বসে ঠিক করবেন পরের দিন খেলা আধঘণ্টা আগে শুরু হবে কি না। যদি শুরু হয়, তা হলে লাঞ্চের আগে আড়াই ঘণ্টা খেলা চলবে এবং সব মিলিয়ে মোট ৯৮ ওভার খেলা হবে। ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড বুধবার সাংবাদিকদের সঙ্গে এক ভিডিয়ো কনফারেন্সে বলছিলেন, ‘খেলার সময় এগিয়ে এলে ভালই হয়। খেলার সময় নষ্ট হলে কার ভাল লাগে।’ প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়ে দেয় ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট বৃষ্টিতে ড্র। এ বার সেই সাউদাম্পটনেই তৃতীয় টেস্ট। সেখানেও বৃষ্টির পূর্বাভাস আছে। খবর : আনন্দবাজার’র।