টেকনাফে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
টেকনাফে সাত মামলার এক আসামিকে গ্রেফতারের পর ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটেছে। এতে উভয়পক্ষের গোলাগুলিতে আসামির ভাই খোরশেদ আলম (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের ৩ সদস্যও।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। নিহত খোরশেদ টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ার বাসিন্দা হাজী গোলাম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ নানা অভিযোগে ৮ মামলা রয়েছে। গ্রেফতার শামসুল আলম (৩৫) মাদক ও মানি লন্ডারিংসহ ৭ মামলার পলাতক আসামি ও নিহতের বড় ভাই।
এ ঘটনায় আহত হয়েছেন, টেকনাফ থানার এএসআই রতন মিয়া, কনস্টেবল শফিকুল হক, কনস্টেবল বলরাম দাস। আহতরা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ইয়াবা, অস্ত্র, মানিলন্ডারিংসহ ৭ মামলার আসামি শামসুল আলমকে গ্রেফতার করে পুলিশের একটি দল। থানায় ফেরার পথে মিঠা পানিরছড়া বাজার এলাকায় ব্যারিকেট দিয়ে পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ৩টি গুলি বর্ষণের ঘটনাও ঘটে। এতে পুলিশের ৩ সদস্য আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এসময় হামলাকারীরা পালিয়ে গেলে পুলিশ গ্রেফতার আসামিকে নিয়ে থানায় নিয়ে আসে। পরে গ্রেফতার আসামির ছোট ভাই খোরশেদ আলমকে গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন বলে পুলিশ খবর পায়।
এসপি হাসানুজ্জামান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।