জেলহত্যা দিবস স্মরণে আলোচনা : মানবসভ্যতার ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় দিন

বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের আয়োজনে সোমবার বিকেলে কদম মোবারক এতিমখানা প্রাঙ্গণে শোকাবহ জেলহত্যা দিবস স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন।
৩ নভেম্বর ১৯৭৫ ‘ইতিহাসের কলঙ্কময় দিন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, মেরিট ফাউন্ডেশনের বাংলাদেশের অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. নিজামউদ্দিন, মো. রেদওয়ানুল হক, ডা. মো. জামাল উদ্দিন, আবু তাহের, মীর আবদুর রহমান মামুন, গোলাম রব্বানী, শহীদুল ইসলাম সুমন, আবুল বাশার খান, ওমর ফারুক সুমন, বোরহান উদ্দিন গিফারী, রিয়াতুল করিম, হানিফুল ইসলাম, রুবেল, আলাউদ্দিন জুয়েল, হাফেজ ইকরামুল হক, মুয়াজ্জিন মোহাম্মদ মঞ্জুর আলী, মাওলানা সোলায়মান, হাফেজ মোহাম্মদ ইকবাল, হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন, মাওলানা আবুল কাশেম, মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী, হাফেজ সাইফুর রহমান, মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন ও খাদেম মোহাম্মদ ইব্রাহিমসহ অন্যরা।
আলোচনায় প্রধান অতিথি নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘৩ নভেম্বর জেলা হত্যা দিবসটি জাতির জন্যে সবচেয়ে বেদনার দিন, শোকের দিন। এটি মানবসভ্যতার ইতিহাসে কলঙ্কময়, রক্তঝরা ও বেদনাবিধুর একটি দিন’।
বিশেষ অতিথি নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘কারাগারে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকা- পৃথিবীর ইতিহাসে বিরল। মানবসভ্যতার ইতিহাসে চিরকাল এই ৩ নভেম্বর কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে’। বিজ্ঞপ্তি