জীবন দক্ষতা বাড়াতে সাইকোড্রামার কৌশল ভূমিকা রাখবে

জাতীয় প্রতিবিধানমূলক নাট্য কর্মশালা

‘এ এক্সপেরিন্সিয়াল জার্নি উইথ সাইকোড্রামা’ বিষয়ক ৩ দিনব্যাপি ১৭ তম জাতীয় প্রতিবিধানমূলক নাট্য কর্মশালা ২৯ ডিসেম্বর নগরীর কারিতাস প্রশিক্ষণ কেন্দ্রে সম্পন্ন হয়েছে।
ডিয়াকেনিয়া’র সহযোগিতায় ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল অ্যাক্শন এর উদ্যোগে নগরীর কারিতাস মিলয়ানতনে আয়োজিত উক্ত কর্মশালা পরিচালনা করে ‘বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনিস্টিটিউট এর প্যানেল প্রশিক্ষক দল। সমাপনী ও সনদপত্র বিতরণ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশন এর সভাপতি শরীফ চৌহান। উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা’র সভাপতিত্বে ও হাট প্রকল্পে প্রকল্প ব্যবস্থাপক মুহাম্মদ শাহ্ আলম সঞ্চালিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন চবি নাট্যকলা বিভাগের শিক্ষক আরাফাতুল আলম, অ্যাডলোসেন্ট অ্যান্ড ইয়ুথ ফোরামের সদস্য হাবিবা নুসরাত রীমা ও মো. মনির হোসেন রাজু। এছাড়া বক্তব্য রাখেন প্রশিক্ষণের প্রশিক্ষক এ এল এম রেজা আজীজ।
বক্তারা বলেন, ‘বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের মনোসামাজিক সমস্যা উত্তরণের মাধ্যমে স্বাভাবিক জীবন চলমান রাখতে ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি ও সামাজিকীকরণ সক্ষমতা উন্নত করতে মনোবিশ্লেষক নাট্যক্রিয়া সাইকোড্রামার প্রয়োগ পদ্ধতি বিশেষভাবে কার্যকর। অতিমারী করোনার প্রভাবে মানুষের জীবন ও জীবনাচারে যে বিক্ষিপ্ততার সৃষ্টি হয়েছে তা থেকে মুক্ত থাকতে তথা জীবন দক্ষতা বাড়াতে সাইকোড্রামা এর কর্ম-কৌশল নির্ভর এই নাট্য কর্মশালা বিশেষ ভূমিকা রাখবে।’
শেষে কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, থিয়েটার ইউনিট, হার্ট প্রকল্পের অধিকারভোগী ও উৎস’র কর্মীসহ অংশগ্রহণকারী ২৫ প্রশিক্ষণার্থীকে অতিথিবৃন্দ সনদপত্র তুলে দেন। বিজ্ঞপ্তি