জিপিএইচের ১০০ কোটি টাকার বিলেট যাচ্ছে চীনে

রপ্তানি তালিকায় নতুন পণ্য

বাংলাদেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড ২৫ হাজার মেট্রিক টন এম এস বিলেট চীনে রপ্তানির চুক্তি করেছে। রপ্তানি অর্থ মূল্য প্রায় ১০ মিলিয়ন একশ পঁচাত্তর হাজার ডলার, বাংলাদেশী টাকায় যা প্রায় ১০০ কোটি টাকা। বাংলাদেশ থেকে এই প্রথম বিপুল (বড়) পরিমাণ বিলেট যাচ্ছে চীনে। এর ফলে রপ্তানি তালিকায় নতুন পণ্য হিসেবে বিলেট যুক্ত হলো।
জিপিএইচ ইস্পাত লিমিটেডের কারখানাটিতে অধিকাংশ কাঁচামাল আমদানিকৃত, তবে দেশীয় উৎস থেকেও কাঁচামাল সংগ্রহ করা হয়। কারখানাটির ২০২০/২০২১ সালে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ মিলিয়ন থেকে ১০০ মিলিয়ন ইউএস ডলার মূল্যেও পণ্যের। প্রতিষ্ঠানটি জার্মানির কারিগরি সহায়তায় উন্নতমানের ইস্পাত তৈরি করে যা এশিয়ার মধ্যে প্রথম এবং বিশ্বে দ্বিতীয়। এটি পরিবেশবান্ধব গ্রিন ফ্যাক্টরি।