জাতীয় পার্টি এখন জনগণের আস্থার প্রতীক

বর্ধিত সভায় সোলায়মান আলম শেঠ

জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক, সদস্য সচিব এর এক যৌথসভা গতকাল বেলা ৩টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো. সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব হোসেনের সঞ্চালনায় সংগঠনের চকবাজারের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি মো. সালামত আলী, আবু জাফর মাহমুদ কামাল, আবদুল্লাহ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের, আলী ইমরান চৌধুরী, যুগ্ন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিম, ইরশাদুল হক সিদ্দীকি, মো. আবদুল কাদের, রাশেদুল হক খোকন, অর্থ সম্পাদক মাজেদুল হক, প্রচার সম্পাদক কাজী ফজলে হাসান শাহিন, যুগ্ন প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন আপন, দপ্তর সম্পাদক ছবির আহমদ, মহিলা পার্টির সভানেত্রী সুলতানা রহমান, সদস্য সচিব তাজলিনা আক্তার মনি, নগর ছাত্র সমাজ সভাপতি নজরুল ইসলাম, জাতীয় পার্টি চান্দগাঁও থানা সভাপতি মো. ফোরকান, পাহাড়তলী থানা সভাপতি শাকি, কোতোয়ালী থানা সভাপতি নাসির উদ্দীন, শেখ আখতার উদ্দীন, জানে আলম, মো. ইব্রাহীম, আলী হোসেন মহব্বত, নুরুল হুদা জুজু প্রমুখ। সভাপতির বক্তব্যে সোলায়মান আলম শেঠ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ এখন সরকারি দল ও রাজনৈতিক দলগুলোর উপর আস্থা হারিয়ে ফেলেছে। জাতীয় পার্টি এখন জনগণের আস্থার প্রতীক। এই অবস্থায় জাতীয় পার্টিকেই সর্বপ্রথম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। অতীতের মতো মানুষের আস্থার প্রতীক জাতীয় পার্টিকে সর্বশক্তি নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। জাতীয় পার্টিকে আগামীতে ক্ষমতার মসনদে বসাতে এখন থেকেই প্রত্যেক থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে।
সভায় ৩০ মার্চের মধ্যে মেয়াদোত্তীর্ণ থানা, ওয়ার্ড কমিটি পুনর্গঠন ও মহানগর জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের কতিপয় নেতার সংগঠনবিরোধী কার্যক্রম পরিচালনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি