জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান সুফল নেই

অভয়মিত্র মহাশ্মশান পরিদর্শন করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন - সুপ্রভাত

অভয়মিত্র মহাশ্মশান পরিদর্শনে শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান কোনো সুফল নেই। এই সরকার এক যুগেরও বেশি সময় ধরে  ক্ষমতায় থাকলেও চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করার সঠিক পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য ৫ হাজার ৬১৬ কোটি টাকা ২০১৭ সালের আগস্ট মাসে একনেকে পাস হওয়ার পর ২০২০ সালের জুন মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা। অথচ নগরীর ৩৫টি খালের সংস্কার, ড্রেজিং, রিটার্নিংওয়াল নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামো উন্নয়নের কাজ এখনো শেষ হয়নি।

একটু বৃষ্টি হলেই শহরের বাণিজ্যিক এলাকা চাকতাই, খাতুনগঞ্জ, কোরবানীগঞ্জ, আছাদগঞ্জ, আগ্রাবাদ, বহদ্দারহাট, বাকলিয়া, কাপাসগোলা, শুলকবহরসহ অসংখ্য এলাকা হাঁটু থেকে কোমর পানিতে ডুবে যায়। জনগণের দুর্ভোগের সীমা থাকে না।

ডা. শাহাদাত গতকাল সকালে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অভয়মিত্র মহাশ্মশান পরিদর্শনকালে এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকার আমলে বলুয়ারদিঘির পাড়ের অভয়মিত্র মহাশ্মশানের অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল। বর্তমানে হাঁটু পানিতে দাঁড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের শবদাহ করতে হচ্ছে। সরকার জলাবদ্ধতার নিরসনে বিভিন্ন মেগাপ্রকল্প হাতে নিলেও ওই প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে শেষ করতে পারছে না। ফলে নগরবাসীকে চরম দুর্দশার শিকার হতে হচ্ছে। যতদিন পর্যন্ত জলাবদ্ধতা নিরসন হবে না, ততদিন পর্যন্ত নগরবাসীর দুঃখ-দুর্দশাও যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, বিএনপি সমর্থিত ২০ নম্বর  দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড বিএনপির যুগ্নসম্পাদক মো. লিয়াকত আলী। বিজ্ঞপ্তি