জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় আসা-যাওয়া নিষেধ

সুপ্রভাত ডেস্ক :

করোনাভাইরাস প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঢাকায় ঢুকতে বা বেরোতে পারবে না। এজন্য রাজধানীর প্রবেশমুখগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জানা গেছে, সরকারের নির্দেশনা মতো ঢাকার ১০টি প্রবেশ ও নির্গমণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। রোজার ঈদ পর্যন্ত এসব চেকপোস্ট কার্যকর থাকবে। মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা এবং হিউম্যান হলারের চলাচল সীমিত করা হয়েছে। যাতে করে দূরের পথে কেউ না যেতে পারে।

আমরা এসব ব্যবস্থা নিয়েছি যাতে করে ঈদের সময় কেউ অন্যান্য জেলা কিংবা নিজেদের গ্রামে

আপাতত ঈদ পর্যন্ত চেকপোস্ট থাকবে। পরে পরিস্থিতি এবং সরকারের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে জরুরি সেবা ও পণ্যপরিবহণ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

নিয়ন্ত্রিত চলাচলের ব্যাপারে নগরবাসীর আন্তরিক সহযোগিতা চেয়েছে ডিএমপি।

গত ১৪ মে মন্ত্রিসভা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত জনগণের চলাচল সীমিত থাকবে। এই সময়ে এক জেলা থেকে অন্য জেলায় বা এক উপজেলা থেকে আরেক উপজেলায় কেউ চলাচল করতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় স্থানীয় প্রশাসন এটি নিশ্চিত করবে।