চুয়েটের স্থাপত্য বিভাগে ‘ডিজাইন উইথ কমিউনিটি’ শীর্ষক ভার্চুয়াল সেমিনার

চুয়েটের ভার্চুয়াল সেমিনারে অংশগ্রহণকারীার

 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের আরবান ডিজাইন অ্যান্ড রিসার্চ ল্যাবের উদ্যোগে ‘ডিজাইন উইথ কমিউনিটি’ শীর্ষক মুক্ত আলোচনা ও শিক্ষানির্ভর অনলাইন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গতকাল ১৮ জুলাই (শনিবার) রাত ৯টায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কমিউনিটি স্থপতি কো-ক্রিয়েশন আর্কিটেক্টস এর সহ-প্রতিষ্ঠাতা এবং  ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক স্থপতি খন্দকার হাসিবুল কবির। এতে সভাপতিত্ব করেন চুয়েট স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জিএম সাদিকুল ইসলাম।  সভার সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন চুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক মুস্তাফিজ আল মামুন।

ভার্চুয়াল সেশনে স্থাপত্য বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আয়োজনের উদ্যোগ এবং ভিজ্যুয়ালাইজশেন করেছেন স্থাপত্য বিভাগের প্রভাষক রাহানাত আরা জাফর।

এ সময় স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক দেবশ্রী ম-ল, তাজিয়া রহমান, শায়লা শারমিন এবং প্রভাষক অমতি ইমতিয়াজ ও শুভ্র দাশ আলোচনায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি