‘চিরদিনের কবিতা’

শিল্পকলায় আবৃত্তির আসর

নগরীর শিল্পকলা একাডেমি মঞ্চে গতকাল বসেছিল আবৃত্তির আসর। একুশকে ঘিরে দশম বছরের মতো আয়োজিত বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস এর ‘চিরদিনের কবিতা’ শিরোনামের এ অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের একুশজন শিল্পী।
স্বপ্নীল বড়–য়ার সঞ্চালনায় এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিশুসাহিত্যিক রাশেদ রউফ। তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি কবি ভাগ্যধন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী অর্পিতা দাশগুপ্তা, খোদেজা আক্তার, রাত্রি বিশ্বাস, জেরিন আহমেদ, কারিশমা কবির, রাজেশ্বরী চৌধুরী, সাফা মারওয়া, লতিফুল হাসনা আহাদ, দেবদ্বীপ কান্তি বিশ্বাস, সৌমেন দাশ, ফরহাদ মাহমুদ, আনিকা ইবনাত, প্রিয়সী তালুকদার, হিরন্ময় বড়–য়া, তৌফিক হোসাইন, রবি ভৌমিক, আবৃতা গুপ্তা, সুমি বিশ্বাস, আফরোজা চৌধুরী, রুম্পা বিশ্বাস এবং ঊর্মি নন্দী। শিল্পীরা দাউদ হায়দারের একুশ, হালিম খানের একুশ মানে, আবু জাফর ওবায়দুল্লাহর মাগো ওরা বলে, মিনার মনসুরের বায়ান্নের চেতনা, আবু হেনা মোস্তফা কামালের একুশের কবিতাসহ একুশের বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। বিজ্ঞপ্তি