চান্দগাঁওয়ে এক কারখানা বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক :
চান্দগাঁওয়ে পরিবেশগত ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান চালু রাখার দায়ে এক কারখানাকে সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে ‘ইন্টারন্যাশনাল টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেওয়া হয়। এর আগে বারবার প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নূরী পরিচালিত অভিযানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম ওয়াসাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গত বছরের ৪ সেপ্টেম্বর ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করেছিল। তবে আপিলের একাধিক ধার্যকৃত দিনের শুনানিতে অনুপস্থিত ছিল। ফলে গত ২৪ মার্চ তাদের আপিল খারিজ করে দেয়া হয়। পরিবেশগত ছাড়পত্র ছাড়া উৎপাদন পরিচালনা করায় গত ৬ জুলাই আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রদান না করে এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করেই প্রতিষ্ঠানটি উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল। গতকাল বুধবার কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেয়া হয়। এসময় পুলিশ ও র‌্যাবের ফোর্সসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিল।