চলছে অদুদিয়া সড়কের নির্মাণকাজ

নিজস্ব প্রতিনিধি, রাউজান »

অদুদিয়া সড়কটি রাউজান উপজেলার গহিরা, গহিরা দলইনগর,আতুরনীর দোকান, নোয়জিশপুর ইউনিয়নের নতুন হাট, ফতেহ নগর বাশডুয়াতল বাজার, উত্তর ফতেহ নগর, ফটিকছড়ি উপজেলার জাফত নগর, তকির হাট, ধর্মপুর, আজাদী বাজার, নানুপুর, নানুপুর বাজার, মাইজভান্ডার দরবার শরীফ, হয়ে ফটিকছড়ির বিবির হাট পর্যন্ত বিস্তৃত। ২৪ কিলোমিটার দৈর্ঘ্য এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ,স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক, শিক্ষিকেরা যাতায়াত করে। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ সড়কটি দিয়ে প্রতিনিয়ত মাইজভান্ডার দরবার শরীফে যাতায়াত করে। হাজার হাজার মানুষের চলাচলের সড়কটি নির্মাণ কাজের জন্য সড়ক ও জনপথ বিভাগ টেন্ডার আহবান করলে সাইফ পাওয়ার টেক নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ১শ ৩৫ কোটি টাকা ব্যয়ে সড়কের নির্মান কাজ নেয় । দুটি বড় ব্রিজসহ ৩৭টি ব্রিজ ও কালভার্ট নির্মান ও সড়কের প্রশস্তকরনের কাজ, সড়কের নির্মান কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান এক বছর পুর্বে। ঠিকদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী রাসেল বলেন, সড়কের ১২টি ব্রিজ ও কালভার্ট নির্মান কাজ শেষ হয়েছে। সড়কের প্রশস্তকরনের কাজ চলছে। সড়কের নির্মান কাজসহ ব্রিজ ও কালভার্ট নির্মানের কাজ ফটিকছড়ি অংশে চলছে। রাউজান অংশেও কাজ চলছে ।

সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মং থুই মারমা, সড়ক ও জনপথ বিভাগের রাউজান অফিসের কর্মকর্তা কমল বিজয় চাকমা বলেন, ১শ ৩৫ কোটি টাকা ব্যয়ে গহিরা- ফটিকছড়ি (অদুদিয়া) সড়কে ৩৭টি ব্রিজ কালভার্ট নির্মাণসহ সড়কের কাজ চলছে। ১২টি ব্রিজ ও কালভার্ট নির্মান কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ চলছে দ্রুতগতিতে । আগামী ২০২১সালের জুন মাসের মধ্যে সড়কের নির্মান কাজ শেষ করার সময়সীমা দেয়া হয়েছে ঠিকদারি প্রতিষ্ঠানকে। গহিরা ফটিকছড়ি (অদুদিয়া) সড়কটির নির্মান কাজ শেষ হলে রাউজান ফটিকছড়ির হাজার হাজার মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে ।