চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জেলিযুক্ত চিংড়ি জব্দ

চন্দনাইশে জব্দকৃত জেলিমিশ্রিত চিংড়ি-সুপ্রভাত

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট বাজারে গলদা চিংড়ি মাছে ক্ষতিকর জেলি মেশানোর অপরাধে আল্লার দান মৎস্য আড়তকে ২০ হাজার টাকা, জব্বারিয়া ফিশিং সেন্টারকে ২০ হাজার টাকা এবং মৎস ব্যবসায়ী আক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এসময় ১শ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টায় চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেনসহ চন্দনাইশ থানার পুলিশ। এবিষয়ে সাংবাদিকদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা বলেন, দোহাজারী পৌরসভার দেওয়ানহাট বাজারের মৎস্য আড়তে চিংড়ির ভেতর জেলি ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। চিংড়ি মাছ জব্দ ও জরিমানা করার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হলো। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অপরদিকে চিংড়িতে জেলি ঢোকানোর কথা অস্বীকার করে জরিমানা দেয়া মৎস্য আড়তদাররা বলছেন, চিংড়ি মাছ আসে নগরীর ফিশারিঘাট থেকে।